প্রযুক্তিগত সমস্যায় পাবজি গ্লোবাল চ্যাম্পিয়নশিপ

২৩ জানুয়ারি, ২০২১ ১৮:০৭  
দুবাইয়ে চলছে পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ। ২১ জানুয়ারি থেকে শুরু হওয়া গেমিং প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি। তবে শুরু থেকে প্রযুক্তিগত সমস্যায় এই মেগা ইভেন্ট। পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনের খেলা (২২ জানুয়ারি) প্রযুক্তিগত সমস্যার কারণে অনুষ্ঠিত হয়নি। এ তথ্য নিশ্চিত করে টেনসেন্ট। দ্বিতীয় দিনের মত প্রথম দিনেও প্রযুক্তিগত সমস্যায় পরে তারা। টেনসেন্ট এক বিবৃতিতে জানায়, আমাদের খেলোয়াড়, অনুরাগীদের জন্য দীর্ঘ বিলম্ব এবং অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি এবং সমস্যাগুলি সমাধানে আমরা নিরলসভাবে কাজ করছি। প্রযুক্তিগত সমস্যার কারণে প্রতিযোগিতায় প্রতিদিন আরো ১টি করে ম্যাচ যুক্ত হচ্ছে। প্রতিদিনের ছয়টি ম্যাচের পরিবর্তে বাকি দিন সাতটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে দ্বিতীয় দিনের ম্যাচ স্থগিত হওয়ায় খেলা কীভাবে সামঞ্জস্য করা হবে তা স্পষ্ট করা হয়নি। খেলার সর্বশেষ তথ্য অনুসারে, পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপের সেরা অবস্থানে আছে ডিজিটাল অ্যাথলেটিক্স। ক্রমাণয়ে ফোর অ্যাংরি মেন, নাটাস ভিনস্রে, আরআরকিউ অ্যাথেনা এবং টিম সিক্রেট শীর্ষ পাঁচে অবস্থান করছে। অন্য দল ডিফেন্ডিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস, বিগেট্রন রেড এলিয়েনস ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের নীচে অবস্থান করছে। উল্লেখ্য, পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম বাংলাদেশি দল এওয়ান ইস্পোর্টস অংশগ্রহণ করছে।